শারীরিক অবস্থার অবনতি হলে ৭ সদস্যের মেডিকেল বোর্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ।
সম্রাটের শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে কথা বলেন তার আইনজীবীরা। বিদেশে উন্নত চিকিৎসরা জন্য আদালতে আবেদন করা হবে বলেও জানান তারা।
গত রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সহযোগী আরমানসহ সম্রাটকে আটক করে র্যাব। পরে তাকে নিয়ে উদ্ধার অভিযানে গেলে কাকরাইলের তার অফিস থেকে উদ্ধার করা হয় মাদক অবৈধ অস্ত্রসহ ও পশুর চামড়া।
বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাটকে ৬ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ অক্টোবর) রাতে সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের পৃথক দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এই রিমান্ড শুনানি বুধবার (৯ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতে অনুষ্ঠিত হবে।