এ বছরের ১লা জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু সন্দেহে সর্বমোট ৮০ হাজার ৪০ জন ভর্তি হয়েছেন। ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৭৬ হাজার ৯শ' ৩৭ জন। আর দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৯শ জন।
এদিকে, রাজধানীসহ সারাদেশে কমতে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু রোগের পিক টাইম সেপ্টেম্বর মাস হলেও বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বিগত মাসের তুলনায় অনেক কম।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬শ' ১৯ জন। এরমধ্যে ঢাকায় ১শ' ৬৩ আর ঢাকার বাইরে ৪শ' ৫৬ জন। ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমলেও ঢাকার বাইরে আক্রান্তের হার এখনো বেশি।
ডেঙ্গু মোকাবিলায় সবাইকে আরো সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।