বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে পুলিশ এসে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
তাদের দাবি কোন পাওনা পরিশোধ ছাড়াই আট-দশ বছর ধরে কাজ করে যাওয়া কর্মীদের ছাটাই করছেন মালিকপক্ষ। যদি তাদের ছাটাই করতেই হয় তবে যেন তাদের পাওনাসহ সকল সুবিধাদি পরিশোধ করা হয়।
যদিও মালিকপক্ষের দাবি, গার্মেন্টস বন্ধ করে দিতে চায় তারা।
গতকাল সন্ধ্যার পর থেকেই নাসা গ্রুপের গার্মেন্টসের সামনে জড়ো হয় শ্রমিকরা। এসময়, শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জে আহত হয় চার জন।