জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, একজন জেলাপ্রশাসক জেলার অভিভাবক। তিনি উন্নত চরিত্রের হবেন, এটাই সবারই প্রত্যাশা। যা হয়েছে তা দুঃখজনক।
তিনি আরও বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে তদন্ত করা হবে। এত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল জায়গায় থেকে এমন নৈতিক স্খলন কোন ভাবেই মেনে নেয়া যায় না।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাতে একটি ফেসবুক আইডি থেকে জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবীরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং ফেসবুকের মেসেঞ্জারে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে জেলা প্রশাসকের সঙ্গে তার অফিসের এক নারী অফিস সহায়ককে দেখা গেছে। এ ঘটনায় জামালপুরের ডিসি আহমেদ কবীরকে সরিয়ে দিয়ে পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ এনামুল হককে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।