মঙ্গলবার (২০ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গেলো ৬ আগস্ট থেকে ১৩ দিনে ২শ ৫০ টি দুর্ঘটনায়, এই হতাহত হয়। ১৮ টি জাতীয় দৈনিক পত্রিকা বিশ্লেষণে দুর্ঘটনার তথ্য সংগ্রহ করে সংগঠনটি। শুধু সড়ক পথেই দুর্ঘটনায়, ২শ ৫৩ জন নিহত হয়েছেন।
দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করে সংগঠনটি জানায়, যানবাহনের অতিরিক্ত গতি ও ওভারটেকিং দুর্ঘটনার অন্যতম কারণ। সেই সাথে ঈদে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ কমাতে ঢাকা থেকে বের হওয়ার পথ নির্বিঘ্নে সরকারের প্রতি দাবি জানায় সংগঠনটি।