এই বৈঠকে ঢাকা দুই সিটি মেয়র বলেন, ডেঙ্গু আর মৌসুমি সমস্যা নয়, এটি সারাবছর জুড়েই থাকে। তবে বর্তমান পরিস্থিতি আগামী সেপ্টেম্বরের মধ্যে নিয়ন্ত্রণে আসবে।
এদিকে আগাম প্রস্তুতির অভাব ও দায়িত্বশীলদের কাণ্ডজ্ঞানহীন বক্তব্যের কারণে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হচ্ছে বলে মন্তব্য করেছেন জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু।
ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হলেও তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণহীন নয় মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি কার্যক্রমে যোগ দেন ক্রিকেট সুপারস্টার সাকিব আল হাসান।