গত ১৬ জানুয়ারি দলীয় গঠনতন্ত্রের ক্ষমতাবলে কো চেয়ারম্যান জি এম কাদেরকে, নিজের অবর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব দেন প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দুই মাস না যেতেই ২২ মার্চ কো চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেয়া হয় জিএম কাদেরকে। বিরোধী দলীয় উপনেতা করা হয় রওশন এরশাদকে।
পরে ৫ মে মধ্যরাতে আবারও দলের কো-চেয়ারম্যান পদে জি এম কাদেরকে ফিরিয়ে আনেন এরশাদ। তার অনুপস্থিতিতে চেয়ারম্যানের দায়িত্বও দেন।
এরশাদের মৃত্যুর পর বৃহস্পতিবার দলের চেয়ারম্যান হিসেবে প্রথম সংবাদ সম্মেলন করলেন জি এম কাদের। দলের মহাসচিব জানান, দলের প্রতিষ্ঠাতার নির্দেশ এবং দলীয় গঠনতন্ত্র মেনেই এই সিদ্ধান্ত।
জাতীয় পার্টিতে মতবিভক্তি নিয়ে বিভিন্ন মহলের আলোচনার প্রেক্ষিতে জি এম কাদের বলেন, দলে কোনো বিভেদ নেই।
দেশের বন্যা পরিস্থিতির বিবেচনায় দলের নতুন চেয়ারম্যান নেতাকর্মীদের নির্দেশ দেন, যার যার এলাকায় বন্যার্তদের পাশে দাঁড়াতে।