ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বুধবার (১০ জুলাই) এ বিক্ষোভ করেন তারা।
তারা বলেন, ধর্ষণকারীদের বিচার না হওয়ায় দিন দিন এই অপরাধ বেড়ে চলেছে। এছাড়া সন্তানদের যৌন শিক্ষা দিতে অভিভাবকদের প্রতি আহবান জানান তারা।
একই দাবিতে ক্যাম্পাসে পদযাত্রা করেছে, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তারা। দাবি জানান, ৩০ দিনের মধ্যে শিশু সায়মার ধর্ষণকারীর বিচার করার।