২০১৬ সালের ৩০ জুন এর পূর্বে নিয়োগ পাওয়া বিলুপ্ত একটি বাড়ি একটি খামার প্রকল্পের সংশ্লিষ্টদের চাকুরি স্থায়ীকরণের দাবিতে রোববার (৭ জুলাই) সকাল থেকে পল্লী সঞ্চয় ব্যাংকের সামনে মানববন্ধন কর্মসূচীতে অবস্থান নেয় কয়েকশো কর্মকর্তা-কর্মচারী।
বিগত ৩ বছরের ইনক্রিমেন্ট, দৈনিক ভাতা, পদোন্নতি, পল্লী সঞ্চয় ব্যাংকে চাকুরি স্থায়ীকরণ, চলমান নিয়োগ প্রক্রিয়া বাতিলসহ বিভিন্ন দাবি আন্দোলনকারীদের।
তবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না থাকায় পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে বলে। এ নিয়ে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। পরে, উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত ৭ দফা দাবি নিয়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করবেন আন্দোলনকারীরা।
নিউজটির ভিডিও-