খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার (৬ জুলাই) মানববন্ধন করে ঢাকা মহানগর বিএনপি। এখানে দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, আইনের শাসন না থাকায় সারা দেশে বেড়েছে অপরাধ। ধ্বংস করা হয়েছে প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান। তাই মেলেনা ন্যায় বিচার।
মির্জা ফখরুল আবারও অভিযোগ করেন, এলএনজি ব্যবসায়ীদের সুবিধা দিতে বাড়ানো হয়েছে গ্যাসের দাম। এর বিরুদ্ধে যারাই দাঁড়াবেন, সমর্থন থাকবে তাদের প্রতি।
জাতীয় প্রেসক্লাবে কৃষিবিদদের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, সরকারের ইচ্ছেয় জামিন আটকে আছে বেগম জিয়ার।
জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে দাবি করে সেলিমা রহমান বলেন, আন্দোলনেই মুক্ত করা হবে খালেদা জিয়াকে।
বিস্তারিত নিউজটি দেখুন ভিডিওতে-