জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কোর বিশ্ব এতিহ্য কমিটির ৪৩ তম অধিবেশনের চতুর্থ দিনে আলোচনায় সুন্দরবন।
বিশ্বের সবচেয়ে বড় এ ম্যানগ্রোভ বনকে রক্ষায় বাংলাদেশ সরকার সুপারিশ মানছে না এমন অভিযোগে, সেটিকে বিশ্ব ঐতিহ্যের ঝুঁকিপূর্ণ তালিকায় অন্তর্ভূক্ত করার প্রস্তাব হেরিটেজ কমিটির। তবে অধিবেশনে বিকল্প প্রস্তাব দেয় কিউবা-চীন ও বসনিয়া হার্জাগোভিনার ত্রি-পক্ষীয় জোট। এসব দেশ মনে করে, প্রাকৃতিক ঐতিহ্য রক্ষার পাশাপাশি উন্নয়নেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার।
কমিটির ২১টি মধ্যে ১৩টি সদস্য রাষ্ট্রই এ প্রস্তাবে সমর্থন দেয়। তারা বলছে, উন্নয়নশীল দেশের বাস্তবতা ভিন্ন।
এই সম্মেলনে সরকারের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহি। তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি ঐতিহ্য রক্ষা খুবই কঠিন।
তবে ইউরোপের দুই দেশ হাঙ্গেরি-নরওয়ে এবং অস্ট্রেলিয়া মনে করে, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ বন্ধ করা উচিত। অধিবেশনে প্রবাসী বিজ্ঞানী সাজেদ কামাল বলেন, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন প্রযুক্তি ভাগাড়ে পরিণত করা হচ্ছে বাংলাদেশকে।
রামপালে ভারত এবং পায়রায় বিনিয়োগ করেছে চীন। সুন্দরবনকে ঝুঁকিপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত না করতে অধিবেশনে বেশ তৎপর দেশ দুটি।