channel 24

সর্বশেষ

  • ফেসবুকে স্ট্যাটাসের ঘটনায় একজনকে আটকের জেরে...

  • ভোলার বোরহানউদ্দিনে পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষে নিহত ৪...

  • ১০ পুলিশ সদস্যসহ আহত শতাধিক; বিজিবি মোতায়েন

  • ভারী ট্রাক চলাচলে গোপালগঞ্জের কালনা ফেরিঘাট থেকে ভাটিয়াপাড়া সড়কের বেহাল দশা

  • নিষিদ্ধ সময়ে চারঘাট সীমান্তে পদ্মায় ইলিশ ধরেন ভারতীয় জেলেরা; বিএসএফের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ

  • ঢাকা উত্তর সিটির আলোচিত কাউন্সিলর রাজিব গ্রেপ্তার; কার্যালয়সহ বাসায় তল্লাশি; অস্ত্র ও মাদক উদ্ধার

গ্যাসের মূল্যবৃদ্ধি বাতিল না হলে রাজপথে আন্দোলন: রিজভী

গ্যাসের মূল্যবৃদ্ধি বাতিল না হলে রাজপথে আন্দোলন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবিলম্বের সরকার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল না করলে জনগণকে নিয়ে রাজপথে জোরদার আন্দোলন গড়ে তুলবে বিএনপি।

সোমবার (১ জুলাই) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সরকারের লোকজনের অবৈধ অর্থ উপার্জনের সুযোগ করে দিতেই গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে।

অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী।

তিনি বলেন, জনগণকে শোষণই আওয়ামী সরকারের একমাত্র লক্ষ্য। সরকার জনগণের জীবন-জীবিকায় আঘাত হানার উদ্দেশ্যেই ভোক্তাপর্যায়ে গ্যাসের দাম বাড়িয়েছে। আওয়ামী সরকার জনগণের ভালো-মন্দ বিচার করে না।

প্রসঙ্গত, তকাল (৩০ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সব গ্রাহকশ্রেণি ভেদে গড়ে ৩২ দশমিক ৮ শতাংশ দাম বাড়ানোর ঘোষণা দেয়। এখন থেকে বাসাবাড়িতে এক চুলায় খরচ হবে ৯২৫ আর দুই চুলায় ৯৭৫ টাকা। আর সিএনজির নতুন দর হবে প্রতি ঘনমিটার ৪৩ টাকা। বিদ্যুতে ৪ দশমিক ৪৫ টাকা। এছাড়া হোটেল রেস্টুরেন্টে ২৩ এবং ক্ষুদ্র ও কুটির শিল্পে ১৭ টাকা। দাম বেড়েছে সার উৎপাদন, শিল্প ও শিল্প কারখানায় নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদন বা ক্যাপটিভ পাওয়ারেও। এদিকে গ্যাসের দাম বাড়ানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ। তারা বলছেন, এর প্রভাবে দৈনন্দিন ব্যয়সহ জীবনযাত্রার খরচ বেড়ে যাবে কয়েকগুণ।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

জাতীয় খবর