সমাবেশেটির আয়োজন করে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। নেতারা বলেন, এবারের বাজেট শ্রমিক ও সাধারণ মানুষের জন্য নয়, ধনীদের জন্য। গার্মেন্ট শ্রমিকদের রেশনিং ও বাসস্থানের জন্য আলাদা বরাদ্দ দাবি করেন তারা।
এই বাজেটকে লুটপাটের আখ্যা দিয়ে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ফিউচার অব বাংলাদেশ নামে একটি সংগঠন। তবে, এর পাশেই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধনে বাজেটকে গণমুখী বলা হয়। এ জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদও জানান তারা।