channel 24

সর্বশেষ

  • শুদ্ধি অভিযানে টার্গেটকৃতদের আইনের আওতায় আনা হবে: কাদের

  • সড়ক দুর্ঘটনা: ঝিনাইদহে ২, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে নারী নিহত

  • চট্টগ্রামের নিমতলীতে একটি বাসা থেকে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার

  • আর্থিক সংকট: শনি ও রোববার বন্ধ থাকবে জাতিসংঘ সদর দপ্তর

এক দশকে সবচেয়ে চাপে দেশের অর্থনীতি: সিপিডি

এক দশকে সবচেয়ে চাপে দেশের অর্থনীতি: সিপিডি

দেশের সামষ্টিক অর্থনীতি গেলো এক দশকের মধ্যে সবচেয়ে বেশি চাপে রয়েছে। এমন পর্যালোচনা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডির। সংস্থাটির মন্তব্য, দেশের অর্থনীতির স্থিতিশীলতায় চিড় ধরেছে। যার কারণ হিসেবে সংস্থাটি তুলে ধরছে রাজস্ব আহরণ ও ব্যাংকিং খাতের দুর্বলতাকে। সিপিডির মতে, ব্যাংকিং খাত সংস্কারে সরকারের ভুল পদক্ষেপে ভালোর চেয়ে খারাপই বেশি হয়েছে।

একদিকে বৈষম্যমূলক প্রবৃদ্ধি, অন্যদিকে সুশাসনের অভাব। রপ্তানি, রেমিট্যান্স, কিংবা বেসরকারি বিনিয়োগ প্রবৃদ্ধির সাথে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকেও নেই সামঞ্জ্যস্য। শোচনীয় রাজস্ব আদায়, দুর্বল ব্যাংকিং খাত।

সবমিলিয়ে সিপিডির পর্যালোচনায় দেশের সামষ্টিক অর্থনীতি এখন গেল ১ দশকের মধ্যেই রয়েছে সবচেয়ে বেশি চাপে।

সংস্থাটির মতে, দেশে কমছে বাজেট বাস্তবায়নের হার। ব্যাংকিং খাতের সংস্কারে নেয়া পদক্ষেপে ভালোর চেয়ে খারাপই হয়েছে বেশি। অন্যদিকে হিসাব নিকাশ ছাড়াই ব্যবসায়ীদের দেয়া কর ছাড়ে বিপাকে রাজস্ব আয়। যেই ঘাটতি এবার ছাড়াতে পারে ৫০ হাজার কোটি টাকা।

তবে এতো দুর্বলতার মাঝেই সিপিডির চোখে গেল বছর সবচেয়ে বেশি অব্যবস্থাপনা ছিল কৃষিখাতেই। তাই সংস্থাটির পরামর্শ, আসছে বাজেটে প্রতি কৃষককে এককালীন ৫ হাজার টাকা করে ভর্তুকি দেওয়ার। যাতে মোট খরচ হতে পারে ৯ হাজার কোটি টাকার কিছু বেশি।

অনুষ্ঠানে শিক্ষা ও স্বাস্থ্যে জিডিপির অনুপাতে সরকারিভাবে বাংলাদেশেই সবচেয়ে কম খরচ করা দেশগুলোর একটি বলে জানায় সিপিডি।

 

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

জাতীয় খবর