channel 24

ব্রেকিং নিউজ

  • অবৈধ ক্যাসিনো ব্যবসা: রাজধানীর গুলশানে ঢাকা মহানগর...

  • দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ ভূঁইয়া আটক...

  • মতিঝিলে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবে অভিযানে আটক ১৪২

ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষদিনেও পিছু ছাড়েনি ভোগান্তি

ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষদিনেও পিছু ছাড়েনি ভোগান্তি

ঈদ উপলক্ষ্যে পঞ্চম ও শেষদিনের মতো চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। আজ দেয়া হচ্ছে ৪ জুনের। তবে, অন্যান্য দিনের মতো, আগের রাত থেকেই কমলাপুর রেলস্টেশনে ভিড় করেন টিকিট প্রত্যাশীরা। যাতে লোকে-লোকারণ্য গোটা স্টেশন। একই অবস্থা বিমানবন্দরেও। তবে, বাকি তিনটি স্থান বনানী, তেজগাঁও ও ফুলবাড়িয়ায় তেমন ভিড় নেই।

৪ জুনের টিকিট নিতে অন্যান্য দিনের মতোই মধ্যরাত থেকে কমলাপুর রেলস্টেশনে লাইনে দাঁড়িয়ে টিকিট প্রত্যাশীরা। দীর্ঘ ক্লান্তিতে শুয়ে-বসেও সময় কাটে অনেকের। একই চিত্র বিমানবন্দর রেলস্টেশনেও।

সকাল থেকে বিক্রি শুরু। শেষ হয় অপেক্ষার প্রহর। কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়ে উচ্ছাসটাও তাই চোখেমুখে।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার জানিয়েছেন, ঈদযাত্রার ট্রেন যাতে সময়মতো ছেড়ে যায় সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে।

এছাড়া, সকালে কমলাপুরে টিকিট বিক্রি পরিদর্শন করে র‍্যাব। ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় তৎপর থাকার কথাও জানায় বাহিনীটি।

প্রথমদিন থেকে অ্যাপ-অনলাইনে টিকিট না পাওয়ার যে অভিযোগ ছিল, আজও তা আছে।

২৯ মে থেকে মিলবে, ট্রেনের ফিরতি টিকিট।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

জাতীয় খবর