channel 24

সর্বশেষ

  • ডেঙ্গু জ্বরে সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু

  • সাফ অনূর্ধ্ব ১৫ ফুটবল: ভূটানকে ৫-২ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ

  • রোহিঙ্গাদের আরাম কমানো হবে, যাতে ফিরতে রাজি হয়: পররাষ্ট্রমন্ত্রী

আরও ৯৩ পণ্যের ল্যাবটেস্টের প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট

আরও ৯৩ পণ্যের ল্যাবটেস্টের প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট

অপ্রকাশিত আরও ৯৩ টি পণ্যের ল্যাবটেস্টের প্রতিবেদন জমা দিতে বিএসটিআইকে (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (২৩ মে) এ আদেশ দেন।

বিএসটিআই'র পরীক্ষার ওই প্রতিবেদন আগামী ১৬ জুন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়।

গত ২ মে বিএসটিআই ৪০৬ টি পণ্যের মধ্যে ৩১৩ টির ল্যাবটেস্টের ফল প্রকাশ করে। কিন্তু এখনঅ বাকি ৯৩ টির ল্যাবটেস্টের ফল প্রকাশ করেননি। যার প্রেক্ষিতে আদালত এ নির্দেশ দিয়েছেন।

আদালতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে ছিলেন আইনজীবী ফরিদুল ইসলাম ও বিএসটিআইয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম আর হাসান। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শিহাব উদ্দিন খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

এর আগে বিএসটিআই ঘোষিত ৫২টি মানহীন পণ্য বাজার থেকে তুলে ফেলতে গত ১২ই মে আদেশ দিয়েছিলো হাইকোর্ট। এই আদেশের পর ৫২টি পণ্যের বিরুদ্ধে অভিযানে নামে প্রশাসন। এরইমধ্যে ৫২ টি পণ্যের প্রতিষ্ঠানের বিরুদ্ধে খাদ্য আদালতে মামলা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

জাতীয় খবর