channel 24

সর্বশেষ

  • ডেঙ্গু জ্বরে সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু

  • সাফ অনূর্ধ্ব ১৫ ফুটবল: ভূটানকে ৫-২ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ

  • রোহিঙ্গাদের আরাম কমানো হবে, যাতে ফিরতে রাজি হয়: পররাষ্ট্রমন্ত্রী

ট্রেনের আগাম টিকিট বিক্রির প্রথম দিনেই কমলাপুরে ভিড়, অনলাইনে মিলছে না টিকিট

ট্রেনের আগাম টিকিট বিক্রির প্রথম দিনেই কমলাপুরে ভিড়, অনলাইনে মিলছে না টিকিট

ট্রেনের আগাম টিকিট বিক্রির প্রথম দিনেই অভিযোগের পাহাড় যাত্রীদের। অনলাইনে সার্ভার জটিলতায় মেলেনি টিকিট। দুদকের অভিযানেও মিলেছে যার সত্যতা। এছাড়া, নানা অনিয়মের অভিযোগ করেছেন, কাউন্টারের লাইনে দাঁড়ানো অনেকে।

ট্রেনে আগাম বিক্রির প্রথম দিনেই টিকিটের জন্য হাহাকার। ঢোকাই যাচ্ছে না অনলাইন ও অ্যাপে। প্রশ্ন তোলেন, অ্যাপের মাধ্যমে ৫০ শতাংশ টিকিট ছাড়ার স্বচ্ছতা নিয়ে।

যাত্রীদের এমন অভিযোগে, কমলাপুরে টিকিট সার্ভার রুমে অভিযান চালায়, দুর্নীতি দমন কমিশন। এ সময় সিএনএস নেটওয়ার্ক লিমিটেড নামে সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরাও; অ্যাপ ও অনলাইনে কেনো সমস্যা হচ্ছে; তার উত্তর দিতে পারেননি।  

কমলাপুর রেলমন্ত্রী গেলে, মোবাইল হাতে নিয়ে তার কাছে সরাসরি অভিযোগ জানান যাত্রীরা।

সব অভিযোগের দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। জানান, অবিক্রিত টিকিট ৫ দিন পরে কাউন্টারে বিক্রি করা হবে।

তবে, এর মাঝেও যারা পেয়েছেন কাঙ্খিত টিকিট, তাদের খুশি যেন ঠেকেছে সাত আসমানে।

কমলাপুর ছাড়াও এবার বিমানবন্দর রেলস্টেশন, তেজগাঁও, বনানী ও ফুলবাড়িয়ায় মিলছে, আগাম টিকিট। বৃহস্পতিবার পাওয়া যাবে, ১ জুনের টিকিট।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

জাতীয় খবর