প্রায় তিন যুগ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের বন্ধ জানালা খুলেছে ঠিকই। কিন্তু সচল হতে দরকার অর্থের। নির্বাচনের দু'মাস পেরুলেও অর্থ জোগাড়ে হয়নি কোন বাজেট বৈঠক। যদিও নির্বাচিত নেতৃত্বের সব ইশতেহার যেন বাস্তবায়ন হয় তেমন একটি বাজেট চায় সাধারণ শিক্ষার্থীরা।
নির্বাচন না হলেও, প্রতিবছরই ডাকসু ও হল সংসদের জন্য নির্ধারিত ফি দিয়েছে শিক্ষার্থীরা। তবুও অনানুষ্ঠানিক অডিটে দেখা গেছে এই ফান্ডে মাত্র এক-দেড়লাখ টাকা আছে। তবুও বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ থেকে এ তহবিলে আসতে পারে লাখ বিশেক টাকা। বহুতলবিশিষ্ট আধুনিক গ্রন্থাগার, পরিবহন সংখ্যা বাড়ানোর মতো নির্বাচিত নেতৃত্বের বড়সড় ইশতেহার পূরণের জন্য এই বরাদ্দ যথেষ্ট নয় বলে অভিযোগ নেতাদের।
শিগগিরই বাজেট বৈঠক হচ্ছে জানিয়ে ডাকসুর সভাপতি বলছেন, বিশ্ববিদ্যালয় তো নিজেই তার প্রয়োজন মতো বরাদ্দ পায় না। তবুও সাধ্যের মধ্যে যতটা পারা যায়, ততটা দেয়া হবে।
উপাচার্য মনে করেন, শিক্ষার্থীদের জন্য সত্যিই কাজের ইচ্ছা থাকলে স্বল্প সাধ্যের মধ্যেও অনেক কিছুই করা সম্ভব।