channel 24

সর্বশেষ

  • ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটির কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল

  • চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশ কাল; পুলিশের অনুমতি না পাওয়ায় এখনও চূড়ান্ত হয়নি স্থান

  • দুর্নীতি নিয়ে দুদক চেয়ারম্যানের মন্তব্য স্পষ্ট নয়; বললেন কাদের

  • বানের জলে চরম দুর্ভোগ; দু'দিনের মধ্যে মধ্যাঞ্চলে আরও অবনতির শঙ্কা

বায়ু দূষণ ও মশা নিধনে দুই সিটির ভূমিকায় হাইকোর্টের অসন্তোষ

বায়ু দূষণ ও মশা নিধনে দুই সিটির ভূমিকায় হাইকোর্টের অসন্তোষ

বায়ু দূষন,জলাবদ্ধতা নিরসন এবং মশা নিধনে ঢাকা দুইসিটির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।

বুধবার (১৫ মে) সকালে দুই সিটির প্রধান নির্বাহীকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেন আদালত। আদালত বলেন, জনগণ সিটি করপোরেশনকে যে ট্যাক্স দেয় সে অনুযায়ী সেবা পায়না। দুই সিটির দুর্নীতি নিয়েও কথা বলেন আদালত।

এসময় বায়ু দূষন নিয়ে সিটি করপোরেসনের রিপোর্টকে গোজামিল বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে আগামী একমাসের মধ্যে বায়ু দূষন,জলাবদ্ধতা নিরসন এবং মশা নিধনে কি পদক্ষেপ নেয়া হয়ে সে বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে সকালে আদালতের নির্দেশে হাইকোর্টে হাজির হন ঢাকা উত্তর ও দক্ষিনের প্রধান নির্বাহী কর্মকতর্তা।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

জাতীয় খবর