মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা কেন্দ্রীয়কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালতে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানিতে তিনি এ দাবি জানান।
আরও: ডাক্তারি পাস না করেও বিশেষজ্ঞ চিকিৎসক, নির্বিকার স্বাস্থ্য বিভাগ
তরুণী ধর্ষণে অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা ৬ দিনের রিমান্ডে
সিবিএ নেতা আলাউদ্দিনের হাতে আলাদিনের চেরাগ, ৯ বছর পর দুদকের অভিযান
প্রায় দেড়ঘন্টার শুনানি শেষে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করা হয়।
এর আগে বেলা সাড়ে বারটার দিকে হুইল চেয়ার করে আদালতে হাজির হন বেগম খালেদা জিয়া।
এদিন ব্যক্তিগত চিকিৎসক দিয়ে কারাগারে বেগম জিয়ার চিকিৎসার আবেদন করেন তার আইনজীবীরা।
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে এ আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
এ বিষয়ে পরে আদেশ দেয়া হবে বলে জানান আদালত।
আদালতে খালেদা জিয়ার আইনজীবী বলেন, খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ। তাই আমরা ব্যক্তিগত চিকিৎসক দ্বারা আবারও তাকে চিকিৎসা প্রদানের অনুমতি চেয়ে আবেদন করছি। খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে হাইকোর্টের একটি আদেশ দেয়া আছে। এ সময় হাইকোর্টের আদেশটি আছে কি-না জানতে চান আদালত। আইনজীবী বলেন, আদেশটি আছে। পরে তা দাখিল করছি।