channel 24

সর্বশেষ

  • ভারী ট্রাক চলাচলে গোপালগঞ্জের কালনা ফেরিঘাট থেকে ভাটিয়াপাড়া সড়কের বেহাল দশা

  • নিষিদ্ধ সময়ে চারঘাট সীমান্তে পদ্মায় ইলিশ ধরেন ভারতীয় জেলেরা; বিএসএফের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ

  • ঢাকা উত্তর সিটির আলোচিত কাউন্সিলর রাজিব গ্রেপ্তার; কার্যালয়সহ বাসায় তল্লাশি; অস্ত্র ও মাদক উদ্ধার

গরুর দুধে সীসা ও কীটনাশক মেলায় আদালতের ক্ষোভ

গরুর দুধে সীসা ও কীটনাশক মেলায় আদালতের ক্ষোভ

পুষ্টির চাহিদা মেটাতে দুধকে বলা হয় আদর্শ খাবার। আর বাচ্চা ও বুড়োদের জন্য অত্যাবশ্যকীয় খাবার। দুধ ও দই নিয়ে এক আতকে ওঠার মত প্রতিবেদন দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি।

গবেষণা প্রতিবেদনে দেখা যায়, ৯৬ শতাংশ গরুর দুধের নমুনায় জীবাণু, কীটনাশক ও সীসা রয়েছে। সেই সাথে দইয়ে মিলেছে ক্ষতিকর সীসার অস্তিত্ব।

আরও: সিবিএ নেতা আলাউদ্দিনের হাতে আলাদিনের চেরাগ

ডাক বাংলোতে আটকে রেখে তরুণী ধর্ষণ, ২ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

অন্যকে নয়, আগে নিজেকে করুন ভালো থাকার প্রমিস

যে সব গুরু দুধ দেয়, সেই গোখাদ্যেও মাত্রাতিরিক্ত কীটনাশক সহ ক্ষতিকর রাসায়নিক মিলেছে।

বিষয়টি নিয়ে সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে সুয়োমুটো রুলের শুনানিতে হাইকোর্ট এ আদেশ দেন।

আদালতের নজরে আনয়নকারী আইনজীবী মামুন মাহবুব জানান, এ ঘটনায় আদালত ক্ষোভ প্রকাশ করেছে।

তিনি বলেন, আদালত বলছে দুধে এ ধরনের ভেজাল মেশানো মারাত্মক দুর্নীতি। এ ধরনের ঘটনায় ছোট বাচ্চাসহ সাধারন মানুষের কিডনি লিভার নষ্ট হচ্ছে। সেই সাথে হচ্চে ক্যান্সার। অথচ এসব নিয়ে কেউই ভাবছে না।

পরে আদালত ঢাকাসহ সারাদেশের গুরুর দুধ, দই,ও গোখাদ্যে কী পরিমাণ ক্ষতিকর কীটনাশক ও সীসা রয়েছে তা নিরুপন করে তা ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ দেন।

সেই সাথে দুগ্ধজাত খাবারে ভেজাল প্রতিরোধে বিএসটিআইসহ সংশ্লিষ্টদের নিস্ক্রিয়তা কেন অবৈধ নয় এ বিষয়ে রুল জারি করেন আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে খাদ্যসচিব, মন্ত্রিপরিষদসচিবসহ সংশ্লিস্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে দুধে মেলামিনের অস্তিত্ব মেলার পর তা তদন্তের নির্দেশ দেয়ার মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি উচ্চ আদালতে।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

জাতীয় খবর