channel 24

ব্রেকিং নিউজ

  • নুসরাত হত্যা: সাবেক ওসি মোয়াজ্জেম শাহবাগ থেকে গ্রেপ্তার

দল মত নির্বিশেষে অনুকরণীয় সৈয়দ আশরাফ

দল মত নির্বিশেষে অনুকরণীয় সৈয়দ আশরাফ

গেলো দুই তিন দশকে হাতেগোনা যে কয়জন কলুষহীন রাজনীতিবিদের নাম নেয়া যায়, তাদের অন্যতম সৈয়দ আশরাফুল ইসলাম। এমনটাই মনে করেন তার সহকর্মীরা। তারা বলছেন, দলে বা মন্ত্রিসভায় যেখানেই দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন, মেধা ও সততার সর্বোচ্চ ঢেলে দিয়েছেন সৈয়দ আশরাফ। যে কারণে দল মত নির্বিশেষে সবার কাছেই তিনি অনুকরণীয়।

কেবল একজন নেতাই ছিলেন না, স্রোতের প্রতিকুলে হেঁটে হয়ে উঠেছিলেন একজন আদর্শ রাজনীতিবিদ, একজন ভাল মানুষ।

সৈয়দ আশরাফুল ইসলামকে হারানোটা তাই তার সহকর্মী, সুহৃদ তথা দেশবাসীর জন্য এক অপুরনীয় ক্ষতি। আদর্শ মানুষ হিসেবে তো বটেই, দুঃসময়ের একজন দক্ষ সংগঠক হিসেবে তার অবদান স্মরণে রাখবে সবাই।

রাজনীতিবিদরা যখন হরহামেশাই নেতিবাচক খবর হচ্ছেন, তখন একজন সৈয়দ আশরাফ, হয়ে ছিলেন, নির্মোহ জনপ্রতিনিধির এক জ্বলজলে উদাহরণ।

প্রকৃতির অমোঘ নিয়মে দেশের রাজনীতির এই নিরহংকারী মানুষটির মৃত্যু হয়েছে, কিন্তু তার ব্যাক্তিত্ব আর আদর্শ প্রেরণা জোগাবে যুগে যুগে, কালে কালে।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

জাতীয় খবর