বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির অধিকাংশ প্রার্থী আপিলে ন্যায়বিচার পাওয়াকে বিজয় হিসেবে দেখছে।
প্রার্থী তালিকা ঘোষণা করলে কোন্দল দেখা দেবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, 'আমি তার বক্তব্যের জবাব সাধারণত দিতে চাই না। কারণ তিনি সবসময় অবান্তর কথা বলেন। কাদের সাহেব এর আগে বলেছিলেন, বিএনপি প্রার্থী দিতে পারবে না, সংকটে পড়বে। আমরা সাড়ে ৮শ' প্রার্থী দিয়েছি। এখন তিনি বলছেন, বিএনপি ভেঙে সবাই আওয়ামী লীগে যোগ দেবে। এখনও কেউ যায়নি। তারা ভীত-সন্ত্রস্ত বলেই এমন কথা বলছেন।'
মির্জা ফখরুল বলেন, রিটার্নিং কর্মকর্তারা বিএনপির অনেকের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। আজ (বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর) আপিলে তারা বৈধ হয়েছেন। এজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এটা একটি বিজয়। একইভাবে বিজয়ের মধ্য দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা হবে।