channel 24

সর্বশেষ

  • চাল আমদানি নিরুৎসাহিত করতে ২৮ শতাংশ থেকে বাড়িয়ে...

  • ৫৫ শতাংশ শুল্ক আরোপ করে এনবিআরের পরিপত্র জারি

তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ও এর আশপাশে এলাকায় তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অর্ধশতের বেশি আহত হয়েছেন। তাবলিগের শীর্ষ মুরুব্বি মওলানা জুবায়ের এবং দিল্লির মওলানা সাদের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে রণক্ষেত্রে পরিণত হয় টঙ্গী আর আশকোনা। তীব্র যানজট তৈরি হয় পুরো এলাকায়।

এদিকে তাবলিগের মুরুব্বিদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। জাতীয় নির্বাচনের পর বিশ্ব ইজতেমা হবে বলেও জানান তিনি।

টঙ্গীর বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ- এই দুইপক্ষে বিভক্ত হয়ে পড়ে মুসল্লিরা। জোড় ইজতেমা উপলক্ষে মাওলানা জুবায়ের পক্ষের মুসল্লিরা ইজতেমা ময়দানে আগে থেকেই অবস্থান নিয়েছিল। শনিবার সকাল থেকেই সাদপক্ষের অনুসারীরা ইজতেমা ময়দান এলাকায় আসতে শুরু করে এবং ভেতরে প্রবেশের চেষ্টা করে।

এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাদপক্ষের মুসল্লিরা ইজতেমা মাঠের চারপাশ এবং সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পশ্চিম লেনে অবস্থান নেয়। এতে ওই লেনে যানবাহন চলাচল বিঘ্নিত হয়।

একপর্যায়ে সাদপক্ষের মুসল্লিরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে জুবায়েরপক্ষের মুসল্লিদের ওপর হামলা চালায়। এতে প্রায় তিন শতাধিক মুসল্লি আহত হন। রক্তাক্ত অবস্থায় তাদের টঙ্গী হাসপাতালে আনা হয়। সেখান থেকে গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

জাতীয় খবর