channel 24

ব্রেকিং নিউজ

  • অবৈধ ক্যাসিনো ব্যবসা: রাজধানীর গুলশানে ঢাকা মহানগর...

  • দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ ভূঁইয়া আটক...

  • মতিঝিলে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবে অভিযানে আটক ১৪২

বিচারাঙ্গনে সাংবাদিকতার সব বাধা কাটানোর প্রতিশ্রুতি প্রধান বিচারপতির

বিচারাঙ্গনে সাংবাদিকতার সব বাধা কাটানোর প্রতিশ্রুতি প্রধান বিচারপতির

বিচারাঙ্গনে সাংবাদিকতার ক্ষেত্রে সব বাধা দূর করার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের এক কর্মশালায় এ আশ্বাস দেন তিনি। সেই সাথে বিচারকদের মন্তব্য প্রচার-প্রকাশে সতর্ক হওয়ার পরামর্শ দেন, প্রধান বিচারপতি। গরিব ও অসহায় মানুষের আইনি সহায়তায় সাংবাদিকদের সহযোগিতা চান, সুপ্রিম লিগ্যাল এইডের চেয়ারম্যান।

আইন বিষয়ক সাংবাদিকতায় মানতে হয়, নানা নিয়ম। বিচারাঙ্গনের খবর প্রচার-প্রকাশে সাংবাদিকদের মাথায় রাখতে হয়, আদালত অবমাননার বিষয়টি। এমন বাস্তবতায় সুপ্রিম কোর্টের সাংবাদিকদের নিয়ে কর্মশালার আয়োজন করে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড।
অনুষ্ঠানে প্রধান বিচারপতির আশ্বাস, বিচারাঙ্গনে সাংবাদিকদের জন্য সব বাধা দূর করার। সেই সাথে সমাজের অসঙ্গতি নিরসনে গণমাধ্যমের ভূমিকার কথাও স্মরণ করেন তিনি।
সুপ্রিম কোর্ট লিগ্যাল কমিটির চেয়ারম্যান বলেন, আইন সাংবাদিকতায় বিশেষ কোর্স চালুর করা প্রয়োজন। সেই সাথে বিকল্প বিরোধ নিষ্পত্তি ও গরিব অসহায় মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তার বিষয়ে গণমাধ্যমের সহায়তা চান তিনি।
সাংবাদিকতার মান উন্নয়নে আগামীতে এ ধরনের আরও কর্মশালার আয়োজন করার কথাও জানায়, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড।

 

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

জাতীয় খবর