সফরের দ্বিতীয় দিন সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে আওয়ামী লীগের প্রতিনিধি দল।
শুরুতে কর্নফুলীতে স্থানীয় ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় যোগ দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি গুজব সন্ত্রাস করছে। তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আসন্ন নির্বাচনে জয়লাভ করতে, সাধারণ মানুষকে ভালবাসতে হবে।
পরে সেখান থেকে লোহাগড়ার চুনতি এলাকায় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল জয়নুল আবেদিনের বাবার নামে একটি সড়ক উদ্বোধন করেন। সেখানে এক সুধী সমাবেশে ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যের নামে বিএনপি সাম্প্রদায়িক ঐক্য গড়েছে। আওয়ামী লীগ ছাড়া কোনো জাতীয় ঐক্য জনগণ মানবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিকেলে চকরিয়া উপজেলা স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সভায়ও বক্ত্যব রাখেন ওবায়দুল কাদেরসহ অন্য নেতারা।
আর এর মধ্য দিয়েই শেষ হলো ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত সড়ক পথে আওয়ামী লীগের প্রচারণা।