নিরাপদ সড়ক আন্দোলনকারীদের দাবির সাথে ব্যক্তিগতভাবে একমত বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, দাবিগুলো বাস্তবায়নে কাজ করছে সরকার।
চলতি অধিবেশনেই সড়ক নিরাপত্তা আইনটি উত্থাপন করা হবে বলেও জানান তিনি। এ সময় তিনি সড়ক দুর্ঘটনা কমাতে সরকারের বিভিন্ন পদেক্ষেপের কথা জানান। তিনি বলেন, পথচারীদের আরো বেশি সচেতন হতে হবে। অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ঢাকার যানজট কমানো সরকারের অগ্রাধিকারের মধ্যে আছে। সেজন্য ফ্লাইওভার, এলিভেটেড রোডের বেশ কিছু পরিকল্পনার কথা জানান। তবে তিনি বলেন, এই যানজট দেশের মানুষের সচ্ছলতারও প্রমাণ। এছাড়া আঞ্চলিক মহাসড়ক, এলএনজি আমাদনি করে গ্যাস সংকট কমানোসহ বদ্বীপ পরিকল্পনার মাধ্যমে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার কথাও বলেন প্রধানমন্ত্রী।