ঢাকার দোহারে ২৪ কেজি স্বর্ণের বারসহ পাঁচজনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে র্যাব-১১ মুন্সীগঞ্জের বালাশুর ও নারায়ণগঞ্জের আদমজীনগর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেছেন।
র্যাব জানায়, গোপন সংবাদ পেয়ে শুক্রবার সকাল ৭টার দিকে র্যাব-১১ নারায়ণগঞ্জের আদমজীনগর ক্যাম্পের কমান্ডার মেজর আশিক বিল্লাহ ও মুন্সীগঞ্জের বালাশুর ক্যাম্প কমান্ডার এএসপি মুহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল দোহারের মৈনটঘাটে এ অভিযান পরিচালনা করে। এ সময় সিএনজি করে মৈনটঘাটে আসা ৫ যাত্রীকে আটক করে র্যাব। পরে তাদের তল্লাশি করে ২০০ পিস স্বর্ণের বার এবং নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১ মুন্সীগঞ্জ বালাশুরের ক্যাম্প কমান্ডার এএসপি মুহিদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন হবে আনুমানিক ২৪ কেজি।