আগামীকাল ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য নেয়া হয়েছে প্রস্তুতি। এদিকে, ডিএমপি কমিশনার জানিয়েছেন, জাতীয় শোক দিবসে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
১৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য নেয়া হয়েছে প্রস্তুতি। নতুন রঙে সাজানো হচ্ছে জাতির জনকের সমাধি সৌধ ও এর আশপাশ।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। শুধু দেশের বিশিষ্ট নাগরিকরাই নয়; ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন সব শ্রেণিপেশার মানুষ।
জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ এর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা জানান, তিনি।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৫ আগষ্টে শহীদদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আইনমন্ত্রী আনিসুল হক জানান, আবার ক্ষমতায় এলে বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে আনা হবে।