কয়লা লোপাটের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা কেন্দ্রীয় কার্যালয়ের উপ পরিচালক শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল ঢাকায় দুদক কার্যালয়ে সাবেক ব্যবস্থাপনা পরিচালক আমিনুজ্জামান, কামরুজ্জামান, মহাব্যবস্থাপক মিজানুর রহমান ও খুরশিদুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। সম্প্রতি বড়পুকুরিয়া কয়লা খনি থেকে ১ লাখ ৪৪ হাজার টন কয়লা লোপাটের ঘটনা প্রকাশ পায়।