শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে গুজব ছড়ানো কয়েকশো ফেসবুক আইডি শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন, পুলিশের আইজি জাবেদ পাটোয়ারি। জানান, এরইমধ্যে কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে, বাকিদেরও আনা হবে। তবে আন্দোলন চলাকালীন হেলমেট পরা কাউকে এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন তিনি। ঈদ উল আজহা ও জাতীয় শোকদিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান আইজিপি।
নিরাপদ সড়কের দাবিতে গত মাসের শেষ দুদিন ও চলতি মাসের প্রথম সপ্তাহ শিক্ষার্থীদের দখলে ছিলো রাজপথ। সামাজিক মাধ্যমে ছড়ানো নানা গুজব, উস্কানি ও আন্দোলনে তৃতীয় পক্ষকে প্রতিরোধে শক্ত অবস্থান নেয় পুলিশ। বিভিন্ন মামলায় ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রায় ৫০ জনকে।
সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান জানান, গুজব রোধ আরো শক্ত অবস্থানে যাচ্ছে আইনশৃংখলা বাহিনী।
অভিযানগুলোতে শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ওপর হামলা, হেলমেট পরিহিত অচেনা পক্ষ এবং পুলিশের নিষ্ক্রিয়তার প্রশ্নে আইজিপি জানান, সবকিছুই তদন্ত হচ্ছে।
আগামী ১৫ আগস্ট ঘিরে কোন নাশকতা সম্ভাবনা নেই বলেও সংবাদ সম্মেলনে জানান পুলিশ মহাপরিদর্শক।