সরকারি চাকরিতে কোটা সংস্কার বিষয়ে আদালতের আদেশ মানা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এ বিষয়ে আন্দোলনের যৌক্তিকতা নেই বলে মনে করেন তিনি। দুপুরে গণভবনে ডিজিটাল পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের ভাতা পাঠানোর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন তিনি। এরআগে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে প্রতি বছর বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যাক্তাসহ সমাজের অবহেলিতদের সহায়তায় ভাতা দেয়া হয়। চলতি অর্থ বছরে ৬৬ লাখ ১৬ হাজার জন সুবিধা বঞ্চিত পাবেন ৪ হাজার ৩১৭ কোটি টাকার অর্থ সহায়তা।
ইলেক্ট্রনিক পদ্ধতিতে সরাসরি ভাতা পৌঁছে দেয়ার কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলেন, চার জেলার সুবিধাভোগীদের সাথে।
এসময় প্রধানমন্ত্রী শুধু ভাতার ওপর নির্ভরশীল না হয়ে কর্মমুখী হওয়ার আহ্বান জানান। পরে মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা সরাসরি ব্যাংক একাউন্টে পাঠানোর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় সমালোচনা করেন চলমান কোটা সংস্কার আন্দোলনের।
স্বাধীনতা বিরোধীরা যাতে আর ক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।