ইট কাঠের বিশাল বিশাল অট্টালিকার এই জঞ্জালে অর্কিড যেন কয়েক থোকা আনন্দ।
বেগুনি, সাদা, হলদে কিংবা লাল, থোকায় থোকায় সবুজের মিশেলে এক একটি অর্কিড ফুল যেন যান্ত্রিক জীবনের এক একটি কাব্য।
প্রতিটি অর্কিড গাছে ফুল থাকায় ফুলে ফুলে ভরেছিলো প্রদর্শনীর স্থান। ছুটির দিনে এমন আয়োজনে মুগ্ধ দর্শনার্থীরা।
অর্কিডের রয়েছে অর্থনৈতিক গুরুত্বও। অর্কিড একমাত্র ফুল যা সারাবছর বাগানের শোভা বর্ঢন করবে।
বারান্দায় ফুটে থাকা একগুচ্ছ অর্কিড মনকে শান্তি দেওয়ার পাশাপাশি আনন্দ দিবে রাস্তা দিয়ে হেটে যাওয়া পথিককেও। অর্কিড শুধু যে মনের খোরাকই যোগায় তাও কিন্তু নয়, অর্থনৈতিক ভাবেও এই ফুলের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। আর তাই অর্কিডের সাথে সাধারণ মানুষের পরিচয় করিয়ে দিতেই বাংলাদেশ অর্কিড সোসাইটির এই আয়োজন।