ঈদে নানা বৈচিত্র্যের পোশাকের দিকে নজরটা সবসময় থাকে। এবার এ ধরণের আয়োজনের পসরা সাজিয়েছেন এলিফেন্ট রোডের ব্যবসায়ীরা।
নানা ডিজাইনের শার্ট, প্যান্ট, কুর্তা, পাঞ্জাবিসহ বাহারি ডিজাইন ও নকশার কাপড় মিলছে এ এলিফেন্ট রোডের শোরুমগুলোয়। এমনকি ফুটপাতে ছোট্ট টুল নিয়ে বসে পড়া এই বিক্রাতারও অপেক্ষা ক্রেতার।
পণ্যের ডালি সাজিয়ে বসালেও ক্রেতার দেখাটা এখনও মেলেনি। আগামী কয়েকদিনের মধ্যে ক্রেতা উপস্থিতি ও বেচা বিক্রি বাড়বে বলে মত ব্যবসায়ীদের।
আর ক্রেতারাও ঘুরে ফিরে পছন্দের কাপড় বাছাই করছেন প্রিয়জন কিংবা নিজের জন্য।
আগামী সপ্তাহের শুরুতে পুরোদমে বিক্রি জমে উঠবে বলে মত ব্যবসায়ীদের।