নতুন বইয়ের ঘ্রাণের খবরে শেষ করবো আজকের আয়োজন। ঢাকাসহ দেশের ১০টি জেলায় শুরু হয়েছে; মাসব্যাপী; বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বইমেলা।
মঙ্গলবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এর উদ্বোধন করেন; সাবেক ছাত্রনেতা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন। মেলায় জাতির পিতার লেখা 'অসমাপ্ত আত্মজীবনী' ও 'কারাগারের রোজনামচা' সহ বঙ্গবন্ধুক নিয়ে লেখা লেখকদের ১০০টি বই রয়েছে। এই মেলার আয়োজন করেছে; শ্রাবণ প্রকাশনী।