Save

Save

লন্ডনে অগ্নিকাণ্ড: এখনও নিখোঁজ ৭০ জন, সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ

লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আগুনের ঘটনায় এ পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন, ৭০ জন। উদ্ধারকর্মিরা বলছেন, ধ্বংসস্তুপ থেকে কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা কম। তারপরও, ভবনটির সামনে ভিড় করছেন, নিখোঁজদের স্বজনরা। সুষ্ঠু তদন্তের দাবিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে, কেনসিংটন, ডাউনিং স্ট্রিটসহ বিভিন্ন স্থানে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে, ৫০ লাখ পাউন্ড বরাদ্দ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সময় যতই গড়াচ্ছে, নিখোঁজদের জীবিত ফিরে পাবার সম্ভাবনাটাও ততই ক্ষিণ হয়ে আসছে। তারপরও, আশায় বুক বেধে প্রিয়জনের জন্য নিরন্তর অপেক্ষা এই স্বজনদের। চলছে, পোষ্টারিংও।

জানি আর কিছুই বাকি নেই। তবুও প্রার্থনা করছি যদি কেউ বেঁচে ফেরে।

আগামি মাসেই জন্মদিন ছিলো আমার ছোট্ট ভাগনিটার। প্রার্থনা শুধু ওর আত্মা শান্তি পাক।

শুক্রবার বড় ধরনের বিক্ষোভ হয়েছে, পশ্চিম লন্ডনের কেনসিংটন টাউন, হোয়াইট হল, ডাউনিং স্ট্রিটসহ বিভিন্ন স্থানে।
ক্ষতিপূরণ এবং অগ্নি দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তুলেছেন, কয়েক হাজার বিক্ষোভকারী।

ক্ষতিগ্রস্তদের সাথে সাক্ষাতে গিয়ে তোপের মুখে পড়েন, প্রধানমন্ত্রী থেরেসা মে ও লন্ডনের মেয়র সাদিক খান।

লন্ডনের মেয়র সাদিক খান বলেন, 'স্বজনরা ক্ষোভ আর হতাশা আমি দেখেছি। এ অবস্থায় প্রধানমন্ত্রীর কাছে আমিও এ ঘটনার সুষ্ঠু তদন্ত প্রত্যাশা করি। কোন ব্যাক্তি কিংবা গোষ্ঠী যদি এ অগ্নিকান্ডের পেছনে জড়িত থাকে, তার বিরুদ্ধে আইনানুগ  ব্যবস্থা নেয়ারও দাবি জানাচ্ছি।'

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, 'আগামী তিন সপ্তাহের মধ্যেই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনবার্সনের ব্যবস্থা করা হবে। ক্ষতিগ্রস্তদের জন্য আমার সরকারের পক্ষ থেকে ৫০ লাখ পাউন্ড অর্থ সহায়তা বরাদ্ধ দেয়া হয়েছে।'

শুক্রবার ফায়ার সার্ভিস কর্মিরা জানিয়েছেন,  ভবনের ভেতরে যেভাবে ধ্বংস্তুপ জমেছে সেখান থেকে নিখোজদের উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ। এদিকে, অগ্নিকান্ডে নিহতের স্মরণে মসজিদ ও গির্জাতেও চলছে প্রার্থনা।

পশ্চিম লন্ডনে, গ্রেনফেল টাওয়ারে মঙ্গলবার রাতের ঐ অগিকান্ডে এখনো নিখোজ অন্তত ৭০ জন। ২৪ তল ভবনটিতে থাকতেন কয়েকশ মানুষ।

Last modified on 18-06-2017 10:46:38 AM

চ্যানেল 24

387 South, Tejgaon I/A
Dhaka-1208, Bangladesh
Email: newsroom@channel24bd.tv
Tel: +8802 550 29724
Fax: +8802 550 19709

Save

Save

Like us on Facebook
Satellite Parameters
Webmail

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save