বসতি স্থাপনের উদ্বোধনকালে নেতানিয়াহু জানান, পশ্চিম তীরে চীরকাল থাকবে ইহুদি বসতি। এ ইস্যুর সমাধান হয়ে গেছে এবং বসতি আগামীতে স্থায়ী হবে। ইসরায়েলের মাটিতে কোনো বসতি উচ্ছেদ হবে না।
ধারণা করা হচ্ছে, ট্রাম্পের ইহুদি জামাতা জ্যারেড কুশনারের ইসরায়েল সফর সামনে রেখেই এসব অবৈধ বসতি নির্মাণের অনুমতি দেয় নেতানিয়াহু সরকার।
পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধভাবে নির্মিত ১শ টিরও বেশি বসতিতে প্রায় ৬ লাখ ইসরায়েলির বাস।