গেলো মঙ্গলবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির তাজৌরার এই বন্দিশিবিরে প্রাণ হারান অন্তত ৬০ শরণার্থী। এদের মধ্যে এক বাংলাদেশিও ছিলেন। আহত হন ৩ বাংলাদেশিসহ ১৩০ জন। হতাহতদের বেশিরভাগই আফ্রিকার নাগরিক। সাগরপথে তারা ইউরোপ যেতে চেয়েছিলেন।
হামলার জন্য জেনারেল খলিফা হিফতার অনুগত বাহিনীকে দায়ী করে আসছে সরকার। অবশ্য হিফতার সেনারা উল্টো সরকারকে দোষারোপ করছে।
এদিকে ত্রিপোলিভিত্তিক সরকারকে উৎখাতে এবার 'ফ্লাড অব ডিগনিটি' নামে সামরিক অভিযানের জন্য সেনা ব্যাটালিয়ন পাঠিয়েছেন জেনারেল হিফতার।