বার বার ভুল পরিকল্পনার জন্য ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকেই দায়ী করেন তিনি। ট্রাম্প বলেন, ফেডারেল রিজার্ভই আর্থিক খাতের বড় সমস্যা হয়ে উঠছে। ব্যাংকিং নীতি পরিবর্তন ও ঋণের সুদহার বাড়ানো বা কমানোর ক্ষেত্রে ফেড চেয়ারম্যান নিজের একগুয়েমি ধরে রেখেছেন বলেও দাবি করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট জানান, গেলো কয়েক মাসে প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান হলেও ঋণের সুদহার কমানো হচ্ছে না। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে।