কেন্দ্রীয় সরকারের পক্ষে থেকে জানানো হয়, এখনই পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা করা সম্ভব নয়। কেন্দ্রের যুক্তি, রাজ্যের নাম পরিবর্তনের জন্য সংবিধান সংশোধন করা প্রয়োজন। কিন্তু এই সংক্রান্ত কোনও বিল সংসদে পেশ হয়নি। তাই আপাতত পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন সম্ভব নয়।
কোনও রাজ্যের নাম পরিবর্তন করতে হলে আগে তা সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভায় পাশ করতে হয়।
পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে 'বাংলা' করার সেই প্রস্তাব রাজ্য বিধানসভায় পাশ হয় ২০১৬ সালের অগস্টে। বিল পাশ হওয়ার পরে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য অনুরোধ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনাথও বিবেচনার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দুবছরে কার্যত সেই কাজের অগ্রসর হয়নি। সম্প্রতি সেই বিষয়টি সামনে চলে এসেছে।