যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটজার জানান, ভারতের সাথে বাণিজ্যে বিভিন্ন সমস্যা মেটাতে মোদি প্রশাসনের সাথে আলোচনা করেও কোনো সমাধান পাওয়া যায়নি। দীর্ঘদিনের পর্যবেক্ষণের পর দিল্লীর বিরুদ্ধে কঠোর পরিকল্পনা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, এ বিষয়ক আলোচনায় ২৫ জুন ভারত সফরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধার (জিএসপি) আওতায় ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে ৫৭০ কোটি ডলারের শুল্কমুক্ত পণ্য রপ্তানি করে ভারত। যা বর্তমানে বাতিল করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা পদক্ষেপে বেশ কিছু মার্কিন পণ্যে বাড়তি শুল্ক বসিয়েছে মোদি সরকার।