হাউসে প্রস্তাব আনেন ডেমোক্রেট সদস্য ডেট লিউ এবং রিপাবলিকান সদস্য জাস্টিন অ্যামস। ট্রাম্পের উদ্যোগ ঠেকাতে মোট ২২ প্রস্তাব রয়েছে এতে।
প্রেসিডেন্টের তৎপরতাকে কংগ্রেসের মুখে চপেটাঘাত আখ্যা দিয়েছেন, হাউসের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ইলিয়ট অ্যাঙ্গেল। ট্রাম্পের সমালোচনা করেছেন, শীর্ষ রিপাবলিকান নেতা মাইকেল ম্যাককল।
গত মাসে সৌদি ও সংযুক্ত আরব আমিরাতের কাছে ৮শ১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির জন্য প্রচলিত আইন সংশোধনে জরুরি পদক্ষেপ নেয়া হয়।