তিনি দাবি করেন, ২০১৫ সালে মোদির ফ্রান্স সফরের আগেই দেশটিতে যান অনিল আম্বানি। বৈঠক করেন, ফরাসী প্রতিরক্ষা মন্ত্রীর সাথে।
এর ১০ দিন পর ফ্রান্সের সাথে ৩৬টি রাফাল বিমান কেনার চুক্তি করেন মোদি। এয়ারবাসের এক কর্মকর্তার লেখা ইমেইলের কপিও প্রকাশ করেন রাহুল। যাতে মোদির সফর ও আম্বানির গোপন বৈঠকের কথা রয়েছে।