শেরিদা আল-কাবি জানান, প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বাড়ানোর স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে কাতার। তবে এর সাথে রাজনৈতিক কিংবা সৌদিসহ তিন আরব দেশের অবরোধ আরোপের কোন সম্পর্ক নেই।
তিনি বলেন, কাতার বছরে ৭৭ মিলিয়ন টন থেকে বাড়িয়ে তরল প্রাকৃতিক গ্যাসের উৎপাদন ১১০ মিলিয়ন টনে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে।
শেরিদা আল-কাবি বলেন, এরইমধ্যে ১৫ সদস্যসের ওপেককে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে। ২০১৯ সালের জানুয়ারি থেকে এটি কার্যকর হবে।
তবে, চলতি সপ্তাহে ভিয়েনায় অনুষ্ঠেয় ওপেক সম্মেলনে অংশ নেবে কাতার। বিশ্বের প্রায় ৩০ শতাংশ প্রাকৃতিক গ্যাসের উৎপাদন হয় কাতারে।