শুক্রবার সাধারণ পরিষদে ফিলিস্তিনের উত্থাপিত বেশ কয়েকটি প্রস্তাব পাশের পর, এমন প্রস্তাব তুললো যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, গাজায় অর্থনৈতিক ও মানবিক করুণ অবস্থার জন্য হামাস দায়ী।
এদিকে, ফিলিস্তিনের প্রস্তাবে ভোট দেয়ায়, সাধারণ পরিষদের ১৯৩ সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। একই সাথে যুক্তরাষ্ট্রের তোলা প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।