কুক ইনলেট ও দক্ষিণের কেনাই উপত্যকা এলাকায় সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা উঠিয়ে নেয়া হয়। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।
এর উৎপত্তিস্থল ছিলো আনকোরেজ থেকে ১০ মাইল দূরে। গভীরতা ছিলো ২১ কিলোমিটার। ভূমিকম্পের পর পরই ৫ মাত্রার বেশি আরো কয়েকটি আফটার শক অনুভূত হয়।
এ পর্যন্ত ৪০টি আফটার শকের তথ্য রেকর্ড করা হয়েছে। ধ্বসে পড়েছে বেশকিছু বাড়িঘর ও রাস্তা ঘাট। বন্ধ রয়েছে রেল যোগাযোগ ব্যবস্থাও।