তবে শর্ত দিয়ে বলেন, এবারের অনাস্থা ভোট সবার সামনে প্রদর্শন করা হবে ইলেক্ট্রনিক ডিসপ্লের মাধ্যমে। এ পর্যন্ত সিরিসেনার মনোনীত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে দুই বার অনাস্থা ভোট পাস হলেও তা মানতে অসম্মতি তার।
এর আগে, শুক্রবারও দ্বিতীয় দফা অনাস্থা ভোট হয়, প্রধানমন্ত্রী রাজাপাকসের বিরুদ্ধে। এসময় পার্লামেন্টে হট্টগোলে জড়িয়ে পড়ে, রাজাপাকসে ও রণিল বিক্রমাসিংহের সমর্থকরা।