channel 24

ব্রেকিং নিউজ

  • নুসরাত হত্যা: সাবেক ওসি মোয়াজ্জেম শাহবাগ থেকে গ্রেপ্তার

নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম আর নেই

নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম আর নেই

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ (৬৮) মারা গেছেন। আজ মঙ্গলবার লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানলেন তিনি।

নওয়াজ শরীফের ভাই, পাকিস্তান মুসলিম লিগের প্রেসিডেন্ট শাহবাজ শরিফ কুলসুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কুলসুম ও নওয়াজের চার সন্তান - হাসান, হুসাইন, মরিয়ম ও আসমা।

কুলসুম নওয়াজ লন্ডনের ওই ক্লিনিকে ২০১৪ সাল থেকে চিকিৎসা শুরু করেন।  স্বাস্থ্যর অবনতি ঘটলে মঙ্গলবার সকালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার জীবন অবসান ঘটে।

কুলসুমের স্বামী নওয়াজ ও মেয়ে মরিয়ম দুজনই পাকিস্তানের কারাগারে বন্দী। গত জুলাই মাসে জাতীয় নির্বাচনের আগে দেশে ফিরে দুর্নীতির মামলা মোকাবিলা করতে এসে তাঁরা কারাবন্দী হন।

কুলসুম কাশ্মীরি পরিবারে ১৯৫০ সালে লাহোরে জন্মগ্রহণ করেন। ইসলামিয়া কলেজে পড়াশোনা করেন এবং লাহোরের ফরম্যান খ্রিষ্টান কলেজ থেকে স্নাতক পাস করেন। ১৯৭০ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে উর্দু বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। একই বছর নওয়াজ শরিফকে বিয়ে করেন।

তার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও পাকিস্তানের সেনা প্রধান নওয়াজ শরীফের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক খবর