চীনের হারবিন শহরে একটি হোটেলে আগুন লেগে প্রাণ গেছে ১৮ জনের। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারীরা।
চীনা গণমাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়, সকালে হেইলং-জিয়াং প্রদেশের সংবেই জেলার ঐ হোটেলে আগুন লাগে। পরে কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে, ফায়ার সার্ভিস। জানায়, হোটেলের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। সেখানে এখনো উদ্ধারকাজ চলছে। তবে, আগুনের লাগার কারণ জানা যায়নি।