আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতি বোমা হামলায় নিহত হয়েছে ১৪ জন।
আহত হয়েছে আরো ৪০ জন। তবে প্রাণে বেঁচে গেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট রাশিদ দোস্তুম। পুলিশ জানায়, এক বছর স্বেচ্ছা নির্বাসন কাটানোর পর রোববার দেশে ফেরেন দোস্তুম। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হয় হাজারো সমর্থক। পরে দোস্তুমকে বহনকারী বুলেট প্রুফ গাড়িটি বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার পর পরই প্রধান প্রবেশমুখে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে শিশু ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।